হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি ফেরদৌস ওয়াহিদ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৫ জুলাই, ২০২২, ১ year আগে

হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি ফেরদৌস ওয়াহিদ

ফেরদৌস ওয়াহিদ বাংলাদেশী চলচ্চিত্রের নেপথ্য গায়ক, লোকসংঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র পরিচালক।ফেরদৌস ১৯৭০-এর দশকে তার কর্মজীবন শুরু করেছিলেন। রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে শুরু হয় তার গানের যাত্রা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাতের শেষভাগে হার্ট অ্যাটাক হয় এই শিল্পী। হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন পপ তারকা ও নির্মাতা ফেরদৌস ওয়াহিদ। এরপর দ্রুত সময়ের মধ্যে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়।

এখন তিনি চিকিৎসকদের অবজারভেশন আছেন বলেন জানান চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি ফেরদৌস ওয়াহিদের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।এই বিষয়ে ফেরদৌস ওয়াহিদপুত্র হাবিবের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে আরেকটি সূত্র বলছে, এরমধ্যে ফেরদৌস ওয়াহিদকে নিয়ে যাওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে।

বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লে-ব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর সঙ্গীতে সাবিনা ইয়াসমিন সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন।

সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি এক পাহারাদার’,‘ শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’। তুমি আমি যখন একা খোকা এছারাও তার পনেরোর অধিক একক এলবাম রয়েছে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news