ভারতে টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন বাঁধন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৮ মে, ২০২২, ১ year আগে

ভারতে টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন বাঁধন

আজমেরী হক বাঁধন একজন বাংলাদেশী অভিনেত্রী ও মডেল। তিনি ২০০৬ সালে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতা লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার-আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি রেহানা মরিয়ম নূর (২০২১) চলচ্চিত্রে অভিনয় করে ভীষন প্রশংসিত হন এবং কান চলচ্চিত্র উৎসবে দর্শকবৃন্দ উঠে দাড়িয়ে অভ্যর্থনা প্রদান করেন।

শনিবার (১৪ মে) সন্ধায় ভারতের কলকাতার নজরুল মঞ্চে জনপ্রিয় ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড, ২০২২ এ পুরস্কৃত হলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধন।রেহানা মরিয়ম নুর সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য- অভিনেত্রী আজমেরী হক বাঁধন ২০২১ সালের জুলাইয়ে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে জায়গা করে সিনেমাটি। পরে নভেম্বরে বাংলাদেশে মুক্তি পেয়েও প্রশংসিত হয়েছে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news