নিরাপদ সড়ক সপ্তাহ- ২০২২ উপলক্ষে আলীকদমে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, বান্দরবান প্রকাশের সময় : ২৭/১০/২০২২, ৭:২৫ অপরাহ্ণ / ৫৮
নিরাপদ সড়ক সপ্তাহ- ২০২২ উপলক্ষে আলীকদমে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্যে বান্দরবান আলীকদমে উপজেলা প্রসাশনের উদ্যোগে এক র‌্যাল‌ি ও আলোচনা আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ইং দুপুরে আলীকদম সদর বাস টার্মিনালে উপজেলা নির্বাহী অফিসার জনাবা মেহেরুবা ইসলাম ও পার্বত্য জেলাপরিষদের সদস্য জনাব দুংরি মং মার্মা এর নেতৃত্বে এসময় পরিবহন মালিক সমিতির নেতাসহ পরিবহন চালক ও যাত্রীরা আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

উক্ত আলোচনা সভা আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব সুভ রঞ্জন ভডুয়ার সঞ্চালনায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মেহরুবা ইসলাম ও জেলা পরিষদের সদস্য বাবু দুংরি মং মার্মা সড়ক নিরাপদ রাখতে, নিজেকে নিরাপদে থাকতে এবং পরিবহন মালিক, শ্রমিকদের যাত্রীদের নিরাপত্তার বিষয়ে ও সড়কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগের কথা আলোচনা করা হয়।

এসময়, বাস, জীপ, ট্রাক, মালিক সমিতির মোটরসাইকেল, টমটম মালিক সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর / জমির উদ্দিন