মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন ও ওফাত দিবস অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে কিরাত ও গজল প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী।
শনিবার (৮ই অক্টোবর) বাদ আসর উপজেলার চিকনমাটি পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে মসজিদ উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত কিরাত ও গজল প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন—নীলফামারী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও চিকনমাটি পুরাতন জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি মো. আতিয়ার রহমান।
কিরাত প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে মুশফিক ও ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে তৌফিক-ই-এলাহী। গজল প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে ১ম স্থান অধিকার করেছে মোহনা আক্তার, ২য় হয়েছে সুমাইয়া আক্তার ও ৩য় হয়েছে জেমী আক্তার এবং ‘খ’ গ্রুপে ১ম হয়েছে খুকুমণি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে মাহবুবা ও রিমন।
পরে, বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :