বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন- অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৯ জুন, ২০২২, ১ year আগে

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন- অনন্ত জলিল

সিলেটে বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে। টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলে সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি। পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াতে মাত্র ১টি গরু কোরবানি দেবেন বলে জানিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে শনিবার (১৮ জুন) একটি ভিডিও পোস্ট দিয়ে এ কথা জানান তিনি।

ভিডিওটিতে অনন্ত জলিল বলেন, প্রতি বছরের মতো ৮টা, ১০টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা দুটি গরু কোরবানি দেবো। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। শুধু কোরবানির টাকাই নয়; বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াবো।

বিত্তবান সকলকে সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনন্ত জলিল বলেন, আমরা কেউই টাকা নিয়ে কবরে যাবো না। আমরা সবাই যে টাকা উপার্জন করবো, তা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে যতটুকু পারেন, অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু সহায়তা করলেও তাদের অনেকের উপকার হবে।

আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এতে অনন্ত জলিলের বিপরীতে বরাবরের মতো অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news