বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা মিষ্টি মারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ জানুয়ারী, ২০২২, ২ years আগে

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা মিষ্টি মারিয়া

তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা মিষ্টি মারিয়া।বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) ২০১৯-২০-২১ অ্যাওয়ার্ড পেয়েছেন মিষ্টি মারিয়া। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট এ ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাবিসাস ২১তম এবারের অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্মানজনক বাবিসাস পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মিষ্টি মারিয়া বলেন, বিনোদন সাংবাদিক ভাইদের সংগঠন থেকে পুরস্কৃত হয়ে বেশ ভালো লাগছে। ধন্যবাদ জানাই বাবিসাস এর সকল সাংবাদিক ভাই এই সফল অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত সকলকে। আমি জানি পুরস্কার প্রাপ্তি কাজের স্পৃহাকে বাড়িয়ে দেয়। তাই সবাই দোয়া করবেন আরও ভালো ভালো কাজ যেনো উপহার দিতে পারি।

বাবিসাস ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশীয় বিনোদন জগতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী ও তারকাশিল্পী কলা-কুশলীদের এই অ্যাওয়ার্ড প্রদান করে।

বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সংসদ সদস্য ঝর্ণা সরকার, সংসদ সদস্য মমতাজ বেগম, নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন, বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কৃতদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কাহিনিকার ছটকু আহমেদ এবং নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। এছাড়া সংগীতে অনন্য অবদানের জন্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news