বাস-মিনিবাস বন্ধ থাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় গণ-সমাবেশে যোগ দিতে একদিন আগেই ট্রেনে রওনা হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৮শে অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসের মাধ্যমে ডোমার উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালুর নেতৃত্বে এবং ডোমার রেলওয়ে স্টেশন থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমনের নেতৃত্বে রংপুরের গণ-সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।
এসময় গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রওনা হন।
এ-বিষয়ে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. মিজানুর রহমান (তুলু) বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপির গণ-সমাবেশ পণ্ড করতে বাস-মিনিবাস চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবুও দলের প্রতি টানে শহীদ জিয়ার আদর্শিক নেতা-কর্মীরা আজ ট্রেনের মাধ্যমে কষ্ট সহ্য করে একদিন আগেই সমাবেশ স্থলে পৌঁছাতে মরিয়া হয়েছে। বর্তমান সরকারের পতন ঘটাতে নেতা-কর্মী সহ সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।
উল্লেখ্য, রংপুর বিভাগীয় গণ-সমাবেশকে ঘিরে রংপুর জেলা মোটর মালিক সমিতি রংপুরের সকল রুটে বাস-মিনিবাস, কার-মাইক্রোবাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। যা আগামীকাল (২৯শে অক্টোবর) সন্ধ্যা ৬টা অব্ধি চলবে।
পত্রিকা একাত্তর/রিশাদ
আপনার মতামত লিখুন :