বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯শে অক্টোবর রংপুর বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
রোববার (২৩শে অক্টোবর) সকাল ১১টায় উপজেলার জিএমসি মাঠে ডোমার পৌর বিএনপির আয়োজনে গুম,খুন,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমৃল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রংপুর বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ,খ,ম আলমগীর সরকার। এতে সভাপতিত্ব করেন—ডোমার পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু।
সভায় ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন—নীলফামারী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক লুলু চৌধুরী,ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোসাব্বের হোসেন মানু, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী,
সহ-সভাপতি শফিক হাসান শফি, শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক, কৃষকদলের সভাপতি আফজালুল হক চৌধুরী (হিরু), উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব , পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রিমুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম সজীব প্রমুখ ।
এসময় বক্তারা গত জেলা পরিষদ নির্বাচনে ডোমার উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালুর ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনা করেন। এমনকি তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান বিএনপির বেশ কিছু নেতা।
ডোমার উপজেলা ও পৌরসভার সকল স্তরের নেতা-কর্মীদের রংপুর বিভাগীয় গণ-সমাবেশে উপস্থিত হওয়ার আহবান জানিয়ে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার বলেন, কোনো দালাল বিএনপিতে থাকার অধিকার রাখে না। আগামী ২৯ অক্টোবরের গণ-সমাবেশকে সফল করতে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জন্মভূমি ডোমার থেকে হাজারো জনতার উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :