কবিতা - মরীচিকা

নিজাম হোসাইন অপূর্ব

নিজাম হোসাইন অপূর্ব

১৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

কবিতা - মরীচিকা

যে জীবন মরীচিকা, কষ্টের সীমাহার।

আড়াল করিতে চাইলে বেড়ে যায় হাহাকার!

অন্ধকারে স্বর্গ খুঁজে জীবন নামের আঁকার।

আরও পড়ুনঃ  পরী

লেখক আমি বড্ড পাপী,

পাপের এই জীবন!

হারিয়ে গেছে সুখের তরী,

মধ্য রাতে হয়ে পাপী।

ভাঙছে দেহ, নাই তো কেহ!

আরও পড়ুনঃ  ঈদ-উল আযহা

শেষ হবে কবে?

মরণ নেশা, কঠিন পেশা।

উঠে দাঁড়াবার নেই যে আশা।

ডাকছে কাঁপন হয়ে আপন,

আরও পড়ুনঃ  বাবা

খুঁজে দিতে নতুন জীবন।

লেখক আমি বড্ড পাপী,

মরীচিকায় বদ্ধ এ জীবন।

ডাকছে আমায় ঘুমের দেশে,

শূন্য সেলাই কাড়প সাজে।

যে জীবন মরীচিকার,কষ্টের সীমাহার।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news