আমার পৃথিবী

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

১৭ এপ্রিল, ২০২২, ২ years আগে

আমার পৃথিবী

এই জগতে সবাই স্বার্থপর শুধু মা-বাবা ছাড়া,

দুঃখ গুলো কে লুকিয়ে রেখে হাসি মুখে থাকে তারা।

নিজের সুখ বিসর্জন দিয়ে ভাবে সন্তানের কথা,

আরও পড়ুনঃ  পরী

পিতা-মাতাকে কষ্ট দেয় এটাই এখন প্রথা★★

একদিন খোকার হলো জ্বর অনেক ব্যাথা বুকে,

রাত জেগে মা পাহারা দেয়, ঘুম নেই দু'টি চোখে।

আল্লাহর দরবারে বলে মা তুলে দু'টি হাত।

আমার খোকাকে ভালো করে দাও করি মোনাজাত★★

আরও পড়ুনঃ  ঈদ-উল আযহা

মা -বাবা না খেয়ে প্রথম খোকাকে খাওয়ায় রোজ,

বড় হয়ে সে খোকা তাদের রাখে না খোঁজ।

কালনাগিনীর মন যোগাতে রেখে আসে তাদের বৃদ্ধাশ্রম,

শশুর- শাশুড়ী খোকার কাছে তখন হয়ে যায় পরম★★

আরও পড়ুনঃ  বাবা

শশুর- শাশুড়ী করতে পারে চলনা খোকার সাথে নির্জর,

মা-বাবার ভালোবাসা সদায় থাকবে উর্বর।

খোকারা সব করবো শপথ নিজ নিজ মনে ,

মা-বাবাকে কষ্ট দিবো না যে কোনো ক্ষনে★★

এখনো তো আচে সময় নষ্ট করো স্নায়ুজাল,

খোকার লাগি চিন্তা করে তারা মরবে অকাল।

মায়ের পায়ের নিচে জান্নাত ওরে অবুঝ খোকা,

আমরা সবাই করবো শপথ মা- বাবাকে দিবো না ধোঁকা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news