মাক্স না পড়ার উদ্ভট যুক্তিতে ব্যস্ত নগরবাসী!

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

মাক্স না পড়ার উদ্ভট যুক্তিতে ব্যস্ত নগরবাসী!

করোনা সংক্রমন রোধে ১১ দফা জারি করা হলেও বাস্তবায়নে মাঠে নাই প্রশাসন। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ জেলার বিভিন্ন একলাকায় ঘুরে দেখা যায় এমন পরিস্থিতি। বিধিনিষেধ না মানার ক্ষেত্রে উদ্ভট যুক্তি মানুষের।

অনেকেই যেনো মাক্স না পড়ার যুক্তি দিতে ব্যাস্ত্য।নগরবাসীর বক্তব্য প্রথম দিকে যেমন করোনা প্রতিরোধের জন্য প্রশাসন কাজ করেছিলো সার্বক্ষণিক মাঠে ছিলো, এবারের এই রকম কিছু দেখা মিলছে না। তাই জেনো কোনো কিছুতে মানছে না এই বিধিনিষেধ।

জেলা থেকে যে দূরপাল্লা বাস চলাচল করে চালক ও হেল্পারদের নাই কোনো স্বাস্থ্যবিধি লক্ষণ। তাদের বক্তব্য বিধিনিষেধ মানানোর জন্য বলার কেউ নাই তদারকি করার কেউ নাই সেই সাথে যাত্রীদের ও ভিবিন্ন মত।

এদিকে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরে মহা পরিচালক অধ্যাপক ডাঃ আহমেদুল কবির জানান এভাবে চলতে থাকলে করোনা সংক্রমন রোধ করা যাবে না। মানুষকে নিজ থেকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষ দায়িত্বশীল না হলে সামনে আরো কঠোর সিদ্বান্ত আসতে পারে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news