উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস-২২ উদযাপন


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ২৭/১০/২০২২, ৮:০২ অপরাহ্ণ / ১০৬
উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস-২২ উদযাপন

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্হার রুপান্তর শুরু ” এ প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশের ন্যায় প্রথম বারের মত কক্সবাজারের উখিয়া উপজেলাতে ও পালিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস -২০২২ খ্রিঃ এ উপলক্ষে ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উখিয়া বঙ্গমাতা সরকারি মুজিব মহিলা কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহে আলম’র সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। আরো অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইরফান উদ্দিন, উখিয়া থানা তদন্ত অফিসার মিঠুন চন্দ্র,উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলসান আক্তার।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, রুমখা পালং আলিম মাদ্রাসার প্রভাষক মাওঃ রাহমত উল্লাহ,উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকিয়া খানম।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের আমলে শিক্ষার উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন এবং শিক্ষকদের আরো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার জন্য সরকারের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে অতিথিরা জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করেন।

ইতিপূর্বে জাতীয় শিক্ষক দিবস-২২ উপলক্ষে এক র‍্যালী বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শত শত শিক্ষক তাদের বিভিন্ন দাবি সম্বলিত প্লা কার্ড নিয়ে স্বতঃস্ফূর্তভাবে র‍্যালীতে অংশগ্রহন করে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুল আলম।

উপস্থাপনায় ছিলেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আছমা ফেরদৌস এবং উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধু কুমার বড়ুয়া।

পত্রিকা একাত্তর / এফ.করিম