জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের ২১ অগ্নিবীনা সড়কের আফসার প্লাজা ২ তলায় শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু বলেন, “১৮ই অক্টোবর ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু—খুনি—ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল।”
তিনি বলেন, “খুনিরা শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু—কিশোর—তরুণ সকলের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে বাংলাদেশের জনপদ—লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক মৃত্যুকে হৃদয়ে ধারণ করে দেশের প্রতিটি শিশু—কিশোরের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রম্নতিবদ্ধ।”
এ সময় আরো উপস্থিত ছিলেন মমীনুর রহমান (খুশি), হাসিব খান (বাবু), সিরাজ উদ্দিন আহমেদ, আইনাল হক, হাবিল খান। সভাপতিত্ব করেন আজমত আলী। সভা শেষে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয় ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া—মোনাজাত করা হয়।
পত্রিকা একাত্তর / জুয়েল বিশ্বাস