পিঠাপুলি গ্রামবাংলার ঐতিহ্যের একটি অংশ। অগ্রহায়ণ মাসে নতুন ধান উঠলে ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে যায়। সময়ের সাথে সাথে গ্রামীণ ঐতিহ্যটি হারিয়ে যাচ্ছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই উৎসবকে ধরে রাখতেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব পালিত হয়েছে।
শুক্রবার(১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইসলামী বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম চত্বরে শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এই উৎসবটি আয়োজিত হয়।১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই উৎসবের আয়োজন করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে উৎসবস্থল।
বিভিন্ন ধরনের পিঠা সাজিয়ে উৎসবে আগত দর্শনার্থীদের আকর্ষণ কেড়েছে স্টল গুলো। সেই স্টলগুলোতে পিঠা খেতে ভিড় করেছে দর্শনার্থীরা। পিঠা খাওয়ার সাথে সাথে পুরনো বন্ধু-বান্ধবীদের সাথে আড্ডায় মেতে উঠেছে কেউ কেউ। উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতির প্রথম মিলনমেলার একটি অংশ হিসেবে পিঠা উৎসবটি আয়োজিত হয়।
পত্রিকা একাত্তর /ছামি