বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। বুধবার(১৮ আগষ্ট)সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিশেষ মোনাজাত ও র্যালি করা হয়েছে।
পরে উপজেলা অডিটরিয়ামে শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষ্যে শিশুদের নিয়ে কেক কাটেন দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক।
সেখান উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের এম.পি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওহিদুনবী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজলা আওয়ামীলীগে সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুণ্ডু প্রমূখ।
পত্রিকা একাত্তর/ এবিএম মুছা