চিত্রনায়িকা পরিমণি'র আবেদনের শুনানি সোমবার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

চিত্রনায়িকা পরিমণি'র আবেদনের শুনানি সোমবার

শামসুন্নাহার স্মৃতি যিনি পরীমণি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।

বর্তমান সময়ের আলোচিত অভিনেঅভিনেত্রী পরীমণিকে মাদকসহ আটক করে মিডিয়া ট্রায়াল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, একজন নারীকে পেয়ে তাঁকে ভিকটিম বানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার ২৭ শে ফেব্রুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমণির আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন।

আদালতে পরী মণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।

গত ৪ আগস্ট বিকালে ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে’ পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। উদ্ধার হয় বিপুল মাদক ও মদ। এরপর সন্ধ্যার পর নায়িকাকে আটক করে নিয়ে আসা হয়। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news