কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পকে অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার(৩০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, আটকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও হত্যার মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে টহল বৃদ্ধিসহ অভিযান জোরদার করা হয়েছে।”
এদিকে এর আগে শনিবার (২৯ অক্টোবর) ৪১জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে হত্যাকাণ্ডসহ মাদক ঠেকাতে ৬টি ক্যাম্পে গত ২৮ অক্টোবর থেকে ‘অপারেশন রুট আউট’ নামে এই অভিযানে পরিচালনা করছে এপিবিএন।
পত্রিকা একাত্তর / নুরুল হক সিকদার