সিরাজগঞ্জ সদরে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২এর সদস্যরা।
আজ সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় ২৮ অক্টোবর বিকেল ৫ টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদর কোম্পানী ও স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন ঢাকা হইতে রাজশাহীগামী মহাসড়কের সায়দাবাদ নামক বাসস্ট্যান্ড( সায়দাবাদ গ্যারেজ) এর অনুমান ১৫০ মিটার পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩৬ (ছত্রিশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার গ্রামের মৃত সামসুল হকের ছেলে মোঃ হোসেন আলী(৪০) এবং সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার আগবয়ড়া গ্রামের মোঃ দেরাজ প্রাং এর ছেলে মোঃ ইসমাইল হোসেন(২৯)।
পরে আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ মাদককারীদের -সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।
পত্রিকা একাত্তর / শাহাদত হোসেন