নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট লেখক ও কবি এবং মুক্তিযুদ্ধ গবেষক, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মো. আল-আমিন রহমান এর ৫৭তম জন্মদিন আজ।
মো. আল-আমিন রহমান ১৯৬৫ সালের ২৫শে অক্টোবর ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি (পূর্ব ধনীপাড়া) গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল বারী ও মাতা মোছা. মনোয়ারা বেগম।
যুদ্ধবিধ্বস্ত পরিবারে হাঁটি হাঁটি পা পা করে ছাত্রজীবন থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নেতৃত্ব পর্যায়ে নিয়োজিত থেকে নানান প্রতিকূলতায় সাফল্যের সিড়ি বেয়ে কর্মকান্ড পরিচালনা করে আসছেন আল-আমিন রহমান। অভাব-অনটনের পরিবারে থেকেও ছাত্রজীবনে ভালো ফলাফলের মাধ্যমে উত্তীর্ণ হন তিনি।
ডোমার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা দিয়ে তার পেশাগত জীবন শুরু হলেও বেশকিছু দিন গ্রামীণ ব্যাংকে চাকরি করেন তিনি। এরপর স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সহকারী হিসাবে দীর্ঘ ২২ বছর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে পদোন্নতি পেয়ে পাঁচ বছর এবং স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে পদায়ন করে দীর্ঘ ৭ বছর সহ জীবনের ৩৫ বছর ধরে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করে জনস্বার্থে সেবাদান কার্যক্রম পরিচালনা করছেন মো. আল-আমিন রহমান।
ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত আল-আমিন তৎকালীন বাকশালের জাতীয় ছাত্রলীগের ডোমার থানা শাখার সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন। পরবর্তীতে চাকুরী জীবনে অধিষ্ঠিত হওয়ার পর সেভাবে রাজনীতিতে জড়িত হতে পারেননি তিনি। তবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডোমার উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।
তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ডোমার উপজেলার শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের কার্যকরী কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, শালকী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ডোমার নাট্য সমিতি, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরু দায়িত্ব পালন করেন।
আহছানিয়া মিশনের ডোমার উপজেলা সভাপতি হিসেবে মাদক নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন সহ ডায়মন্ড সঞ্চয় ও ঋণদান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে জাতীয় পুরষ্কার অর্জন করেন তিনি। সেই সাথে ধর্মীয় কর্মকাণ্ডেও বেশ সক্রিয় আল-আমিন রহমান। ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির অর্থ সম্পাদক এবং চিকনমাটি পূর্ব ধনীপাড়া জামে মসজিদ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করছেন সুনামের সাথে।
মুক্তিযুদ্ধ গবেষণাধর্মী লেখক হিসেবে ‘একাত্তরে মুক্তিযুদ্ধ ও নীলফামারী’ এবং ‘বীরাঙ্গনা বীর মাতাদের বোবাকান্না’ নামক বই প্রকাশ করে উত্তরবঙ্গে খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া তার লেখা বিভিন্ন কবিতা ভিন্ন ভিন্ন সময় পত্রিকায় ও পুস্তকে প্রকাশিত হয়। মাদক বিরোধী বিভিন্ন নাটকের রচয়িতাও তিনি।
পত্রিকা একাত্তর /রিশাদ