বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের একমাত্র গানটি লিখেছেন জাহিদ আকবর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২০ জানুয়ারী, ২০২২, ২ years আগে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের একমাত্র গানটি লিখেছেন জাহিদ আকবর
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি নির্মাণ করছেন বলিউডের শ্যাম বেনেগাল। এ ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরিফিন শুভ। দুই দেশের যৌথ প্রযোজনার এই বিগ বাজেটের সিনেমাটির একমাত্র গানটিই লিখেছে জাহিদ আকবর।

জাহিদ আকবর একাধারে একজন লেখক, সাংবাদিক এবং গীতিকার। ডুব, প্রিয়তমা, মন পাজরে সহ আরো অসংখ্য গানের মধ্যে দিয়ে দর্শকদের কাছে পরিচিত জাহিদ আকবর।কিন্তু এবার দুই দেশের যৌথ প্রযোজনার সিনেমা দেশের অন্যতম ব্যাক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে নির্মিত সিনেমা, যে সিনেমায় একটিমাএ মৌলিক গান রয়েছে আর সেটিই লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর। জাহিদ আকবরের লেখা অচিন মাঝি এই গানটির পরিচালনার পাশাপাশি কন্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক শান্তনু মৈএ।

বায়োপিকে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করছেন।

পত্রিকা একাত্তর/আল হাসান মিলাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news