ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। সম্প্রতি মা হওয়ার ঘটনা ফাঁস হতেই বুবলিকে মিডিয়া তোলপাড়। তাঁর সন্তানের বাবার পরিচয় প্রকাশ্যে আসা মাত্রই নেট দুনিয়ায় রীতিমতো তাণ্ডব শুরু। কবেই বা হল শাকিব-বুবলির বিয়ে, তবে এই মুহূর্তে শাকিব-বুবলির সম্পর্কের আপডেট কী, তা জানতে মরিয়া অনুরাগীরা।
শাকিব-বুবলির সন্তানের বয়সও ২ বছর পেরিয়েছে। শাকিব নিজেও স্বীকার করেছেন যে, বুবলির সন্তানের পিতা। সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন বুবলি। শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বুবলি বলেছেন, স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় শাকিবের পাশে আছি। দিনশেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।
জল ঘোলা বা বেশি কথা বললে কথা বাড়ে। তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি। করোনার সময় আমেরিকার মতো জায়গায়, যেখানে সবচেয়ে বেশি করোনার প্রভাব ছিল, ওই জায়গায় দীর্ঘ এক বছর ছিলাম। সেখানে প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে এবং ডেলিভারি হওয়া এবং দুধের শিশুকে নিয়ে যুদ্ধ করে টিকে বেঁচে ফিরতে পেরেছি। তাই বাকি দিনগুলোও ইনশা-আল্লাহ বাচ্চাকে ভালো রাখার সব চেষ্টা আমি করে যাব।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ