">

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, মধ্যরাত থেকে নিহত আরও ৩৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২৫, ১ day আগে

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, মধ্যরাত থেকে নিহত আরও ৩৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার ফলে উপত্যকায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৩৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু পৃথকভাবে জানিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে ৩৮ জনকে হত্যা করেছে।

অন্যদিকে, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে ‘জোরালো পদক্ষেপ’ নেয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি ২২টি দেশ গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে সংঘাতের ফলে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৪৮৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৪ জন আহত হয়েছেন, যা এখন পর্যন্ত সংঘাত শুরু থেকে আহতের মোট সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৯৮ জনে নিয়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন এবং তাদের উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।

গত ১৫ মাসের সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের কারণে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হয়। এরপর প্রায় দুই মাস কম-বেশি শান্তি ছিল। কিন্তু মার্চ মাসের তৃতীয় সপ্তাহে হামাস ও ইসরায়েলের মতানৈক্য নিয়ে আবার গাজায় বিমান হামলা শুরু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৩৪০ ফিলিস্তিনি নিহত ও ৯ হাজার ৩৫৭ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলার কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বর্তমানে গাজায় আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news