ভারত থেকে রপ্তানি করা বিভিন্ন প্রজাতির আমের কমপক্ষে ১৫টি চালান যুক্তরাষ্ট্র বাতিল করেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কাগজপত্রে অনিয়মের কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা শহরের বিমানবন্দরগুলো থেকে এসব আমের চালান ফেরত পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রশাসন চালানগুলো বাতিল করায় ভারতীয় রপ্তানিকারকদের আমগুলো ধ্বংস বা দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও, পচনশীল আমগুলো ফেরত আনার খরচ বেশি হওয়ায় রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই আমের চালান বাতিলের ফলে ভারতীয় রপ্তানিকারকদের প্রায় ৫ লাখ মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা।
গত ৮ ও ৯ মে মহারাষ্ট্রের মুম্বাইয়ে আমগুলোতে প্রয়োজনীয় বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। তবে মার্কিন কর্মকর্তারা এই প্রক্রিয়াসংক্রান্ত নথিপত্রে অসঙ্গতি পেয়ে চালানগুলো বাতিল করেছেন। সাধারণত বিকিরণ প্রয়োগের মাধ্যমে ফলের পোকামাকড় ধ্বংস ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা হয়।
অন্যদিকে, আমের এই চালান বাতিলের ঘটনার মাঝেই ভারত ও যুক্তরাষ্ট্র একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ‘প্রায় শূন্য শুল্কের’ একটি প্রস্তাব দিয়েছে এবং প্রথম পর্যায়ের চুক্তি আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।