শুভ জন্মদিন কাটার মাস্টার " দ্য ফীজ "

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৬ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন কাটার মাস্টার " দ্য ফীজ "

কাটার মাস্টার শব্দটির সাথে আমরা সবাই পরিচিত, কারণ তিনি আর কউ নয়। তিনি হচ্ছে সাতক্ষীরার প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে আসা স্বপ্ন দেখা এক প্রতিভা বান ছেলে । ক্রিকেটের প্রতি এতটা টান ছিলো যে প্রতিদিন ভোরে প্রায় ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যেতো প্রাকটিস গ্রাউন্ডে। তার এই কষ্ট, উদ্যম আর সহজসরল মনোভাব তাকে আজকে এক অনন্য মাত্রায় নিয়ে এসেছে।

হ্যা, আমরা মুস্তাফীজুর রহমানের কথা বলছি। আজ তার জন্মদিন। তাই পত্রিকা ৭১ পরিবার থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

"শুভ জন্মদিন দ্য ফীজ"

আইসিসির পরিসংখ্যান মতে মুস্তাফীজুরের -

প্রথম টি২০ উইকেট শাহিদ আফ্রিদি

প্রথম ওডিআই উইকেট রোহিত শর্মা

প্রথম টেস্ট উইকেট হাসিম আমলা

প্রথম বিপিএল উইকেট ক্রিস গেইল

প্রথম আইপিএল উইকেট এবি ডি ভিলিয়ার্স

প্রথম ন্যাটওয়েস্ট উইকেট রবি বোপারা

প্রথম পিএসআই উইকেট মোহাম্মদ শেহজাদ

প্রথম টি২০ ওয়ার্ল্ড কাপ উইকেট স্টিভ স্মিথ

প্রথম ওডিআই ওয়ার্ল্ড কাপ উইকেট ডেভিড মিলার

বর্তমানে তিনি বাংলাদেশের একজন শক্তিশালী বা হাতি পেসার এবং আইপিএলে দিল্লি ক্যাপিট্যালে খেলছেন। বা হাতি এই পেসার দেখিয়েছেন ডেড ওভারে কিভাবে সুনিপুণ ভাবে প্রতিরক্ষা করতে হয়। কিভাবে কাটারের বেগে বোকা বানাতে হয় প্রতিপক্ষকে। বর্তমানে ওয়ানডে ও টি২০ রেংকিং-এ শক্তিশালী ফর্মে।

এবারের এশিয়া কাপে মুস্তাফীজুরের ফর্ম কিছুটা খারাপ গেলেও, আশা করি আবার তার ফর্মে ফিরে আসবে। কারণ, মুস্তাফীজুররাই জানে কিভাবে কামব্যাক করতে।

শুভ কামনা মুস্তাফীজুর রহমান

পত্রিকা একাত্তর /মাহাম্মদ রাফি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news