আসিফ আকবরের পাসপোর্ট দিতে হাইকোর্টে রুল জারি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

আসিফ আকবরের পাসপোর্ট দিতে হাইকোর্টে রুল জারি

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবর। তাকে ভালোবেসে শ্রোতা-ভক্তরা গানের যুবরাজ বলেও সম্মানিত করে থাকেন। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। ২০১৯ সালে ‘গহীনের গান’ চলচ্চিত্রের মাধ্যমে আসিফ অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

আসিফ আকবরকে নতুন ই-পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস,ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, টাকা) রুলের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো.আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে শিল্পী আসিফের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার ও আইনজীবী এম আনিসুজ্জামান

পাসপোর্ট অফিসে আবেদন করে না পেয়ে এ সংক্রান্ত ঘটনায় হাইকোর্টে রিট করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত ২৩ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। রিটে স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়। তিনি ২০২১ সালের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্ট চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তাকে এখনো কোনো পাসপোর্ট সরবরাহ করা হয়নি।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news