৫০ বছরে পা রাখলেন শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট, ২০২২, ১ year আগে

৫০ বছরে পা রাখলেন শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। অভিনয় প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বিএফজেএ সম্মান। আজ এই অভিনেত্রী ৫০ তম জন্মদিন শ্রীলেখা মিত্র ৩০ আগস্ট ১৯৭২ সালে কলকাতা, ভারতে জন্মগ্রহণ করেন।

তাজ হোটেলে তিনি তখন কর্মরত। পরিচালক দুলাল লাহিড়ী তখন বাংলা ধারাবাহিক বালিকার প্রেম–এ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তাকে। এরপর বেশ কয়েকটি ধারাবাহিকে মুখ দেখানোর পরে আসে তৃষ্ণা (১৯৯৬) ধারাবাহিকে মানসী চরিত্রে অভিনয়ের প্রস্তাব। এই ধারাবাহিকে অভিনয় করে ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করেন তিনি।বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসতে শুরু করে সেই সময়। ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জীর হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করেন তিনি।

এই ছবির দারুন সাফল্য বাংলা ছবির দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতাকে প্রসারিত করে।অভিনেত্রীর দাবি এই ছবির সাফল্যের পরেও বড়পর্দায় কোন উল্লেখযোগ্য কাজের প্রস্তাব তার কাছে আসেনি। তার দাবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেমপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি বাংলা ছবিতে নায়িকা চরিত্রে বঞ্চিত হন।একসময় বড়পর্দায় উল্লেখযোগ্য কাজ না পাওয়ায় ছোটপর্দায় অভিনয় চালিয়ে যান এই অভিনেত্রী। সৌন্দর্য ও অভিনয় প্রতিভার মিশেল তার পেশাগত সাফল্যকে অটুট রাখতে সাহায্য করে।

২০০৪ সালে প্রদীপ সরকারের পরিচালনায় আমির খানের বিপরীতে কোকা-কোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করেন শ্রীলেখা মিত্র।প্রদীপ সরকার শ্রীলেখাকে তার পরিণীতা (২০০৫) ছবিতে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কাঁটাতার (২০০৬) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর বিএফজেএ ও আনন্দলোক পুরস্কার অর্জন করেন তিনি। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত উড়ো চিঠি (২০১১) ছবির জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী বিভাগে পেয়েছেন জি বাংলা গৌরব সম্মান।

অণীক দত্ত পরিচালিত আশ্চর্য প্রদীপ (২০১৩) ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার ও জি বাংলা গৌরব সম্মানের মনোনয়ন লাভ করেন।রীমা মুখোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী এক অর্ধসত্য (২০১৬) ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।সৌকর্য ঘোষালের রেনবো জেলি (২০১৮) ছবিতে পরীপিসির চরিত্রে অভিনয় করেন তিনি।ছবিতে তার অভিনয় প্রসংশিত হয়।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news