অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর করোনায় আক্রান্ত
আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর হলেন একজন বাংলাদেশী অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবং ২০০১ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭২ সালে তার অভিনয় জীবন শুরু হয় মঞ্চদল "নাগরিক" নাট্য সম্প্রদায়ের সাথে। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন।

অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার ১৬ জানুয়ারি তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য কোভিড পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে। তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news