৩৩ বছরে পা রাখলেন গায়িকা ব্লেটা রেক্সা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট, ২০২২, ১ year আগে

৩৩ বছরে পা রাখলেন গায়িকা ব্লেটা রেক্সা

ব্লেটা রেক্সা একজন মার্কিন গায়িকা, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। আজ তার ৩৩তম জন্মদিন। ব্লেটা রেক্সার জন্ম ১৯৮৯ সালের ৩০ আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের, নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন পৌরসভায়।তার মাতা-পিতা জাতিগত ভাবে আলবেনীয়, এবং তারা রিপাবলিক অব মেসিডোনিয়ার নাগরিক ছিলেনন।

তার বাবা ফ্লেমুর রেক্সা, জাতিগত ভাবে আলবেনীয়, তার জন্ম হয়েছিল রিপাব্লিক অব মেসিডোনিয়ার ডেবার শহরে, তিনি মাত্র ২১ বছর বয়সে দেশান্তর হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, যদিও তার মা বেকুরিজি রেক্সার জন্ম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, তবুও তিনিও জাতিগত ভাবে আলবেনিয়ান পরিবার থেকেই ছিলেন, তার পরিবারও রিপাব্লিক অব মেসিডোনিয়ার গষ্টিবার শহর থেকে অধোগামী হয়েছিল।আলবেনিয়ান স্থানীয় ভাষায়, ব্লেটার অর্থ "মৌমাছি"।

এটি কিছুটা অদ্ভুট হওয়ায়, রেক্সা তার সাধাসিধে মঞ্চ নামের অংশ হিসেবে "বিবি" নামটি নির্বাচন করেন। যখন ব্লেটার বয়স ৬ বছর, তখন তার পরিবার নিউ ইয়র্ক শহরের স্টেটেন আইল্যান্ড পৌরসভায় চলে আসেন, এবং সেখানে বসবাস করতে শুরু করেন।

প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়কালে থেকে, রেক্সা ৯ বছর এর কিছু বেশি সময় ট্রামপেট বাজাত এবং যদিও তিনি নিজ থেকেই গিটার এবং পিয়ানো বাজানো শিখতেন এবং তা রপ্ত করেন। রেক্সা স্টাটেন আইল্যান্ডের টোটেন ভ্যালি হাই স্কুলে ভর্তি হন,সেখানে তিনি বিভিন্ন রকম গীতিনাট্যে অংশ নিতেন। তিনি হাই স্কুলে পড়ার সময়কালেই গায়কদলে যোগ দেন। গায়কদলে যোগ দেবার পর, তিনি অাবিষ্কার করলেন তার গানের কন্ঠ খুবই সুশৃঙ্খল।

একজন কিশোরী হিসেবে, তিনি তার লেখা একটি গান দ্য ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস এন্ড সাইন্সেস'এ দাখিল করেন যা পরে বাৎসরিক "গ্রামি ডে" অনুষ্ঠানে গাওয়া হবে। রেক্সা সেখানে "বেষ্ট টিন সং রাইটার" পুরস্কারটি পেয়ে যান, যা পেতে তাকে তালিকায় থাকা আরো ৭০০ টি লেখাকে পেছনে ফেলতে হয়েছিল।

যার ফলে, তিনি প্রতিভাসন্ধানী সামান্থা কক্সের সাথে চু্ক্তিবদ্ধ হন, যিনি রেক্সাকে নিউ ইয়র্ক শহরে গান লেখার পাঠে তার নাম তালিকাভূক্ত করতে উৎসাহিত করেন। আজ এই সংগীতশিল্পী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচছা ও অভিনন্দন।

পত্রিকাএকাত্তর / মাসুূদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news