আজ কোরিওগ্রাফার মডেল সৈয়দ রুমার জন্মদিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট, ২০২২, ১ year আগে

আজ কোরিওগ্রাফার মডেল সৈয়দ রুমার জন্মদিন

সৈয়দ রুমা বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় র‌্যাম্প মডেল।যিনি প্রতিভার ফলন ফলিয়েছেন অভিনয়, মডেলিং, কোরিওগ্রাফী সকল ক্ষেত্রেই। মিডিয়া জগতে র‌্যাম্পের জনপ্রিয়তা আকাশচুম্বী। আর সৈয়দ রুমা তার এই রঙ্গিন জীবনকে সাজিয়েছেন অত্যন্ত সাবলীল প্রতিভার স্বাক্ষর দিয়ে।

আজ ২৫ আগষ্ট কোরিওগ্রাফার সৈয়দ রুমার জন্মদিন। বিশেষ এই দিনটি উপলক্ষে শোবিজের বন্ধু ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই মডেল ও অভিনেত্রী। রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।

বাংলাদেশের র‌্যাম্প মডেলিংয়ের অন্যতম জনপ্রিয় মুখ সৈয়দ রুমা। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশ বিদেশের নানা পুরস্কার। এ বছরই তার হাতে এসেছে আলোকিত নারী ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ও ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড। এক যুগের বেশি সময় ধরে শীর্ষ মডেল হিসাবে কাজ করছেন।

উল্লেখযোগ্য শো গুলো হলো,ব্রাইডাল এশিয়া ২০০৫, পাকিস্তান; ঢাকা ফ্যাশন উইক ২০১১-এ 'মডেল অব দ্য ইয়ার' হওয়া; দিল্লি ফ্যাশন উইক ২০১৮...।

নতুন যারা ফ্যাশান শো বা র‌্যাম্পে কাজ করতে আগ্রহী তাদের জন্য আপনার পরামর্শ কি?

সৈয়দ রুমা : নতুন যারা ফ্যাশান শো বা র‌্যাম্পে কাজ করতে অগ্রহী তাদের জন্য পরামর্শ হচ্ছে প্রথমে জানতে হবে সে কি ধরনের কাজ করতে চায়। যেমন এখন অনেক ভাবে মিডিয়াতে জড়িত হওয়া যায় যেমন: কেউ ক্যামেরাম্যান হতে চায়, আবার কেউ অভিনেতা, মডেল, কোরিওগ্রাফার, পরিচালক ইত্যাদি।

তবে আমি বলব যে কাজই করতে চায় আগে সেই কাজ সম্পর্কে তাকে ভাল ভাবে জানতে হবে বুঝতে হবে তারপর তাকে অনেক পরিশ্রম ও তার মেধা দিয়ে তাকে তৈরি করতে হবে। তবে আমি মনে করি যদি আগ্রহ ও কঠোর পরিশ্রম করতে পারে তরে সে অবশ্যয় মিডিয়াতে ভাল একটা জায়গা করে নিতে পারবে।

সৈয়দ রুমা বলেন, র‍্যাম্প ঘিরে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বেশি। আমি র‍্যাম্প ছাড়া নিজেকে ভাবতেই পারি না। জানি, এক পর্যায়ে মডেল হিসেবে আমাকে র‍্যাম্প ছাড়তে হবে। তাই কোরিওগ্রাফি শুরু করেছি; তখন এটা নিয়েই থাকব। আমার ধারণ, আমরা বলিউডেও কাজ করতে পারব।

র‍্যাম্প নিয়ে আমার অনেক স্বপ্ন। যেমন, আমি এখন কোয়ারেন্টিনে, তবে পরবর্তী শোগুলো কীভাবে হবে, কোরিওগ্রাফি কীভাবে হবে, দেশের বাইরের শোগুলো কীভাবে করব, বিদেশ থেকে মডেল এলে কীভাবে সামলাব... এসব নিয়ে পরিকল্পনা করছি। র‍্যাম্পের পরিসর আরও বাড়ানো যায় কীভাবে, আরও পরিচিত করা যায় কীভাবে... সব মিলিয়ে অনেক ভাবনা ও পরিকল্পনা আমার। র‍্যাম্পকে আকাশ ছোঁয়াব- এটাই আমার স্বপ্ন।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news