শুভ জন্মদিন সুলতানা ইয়াসমিন লায়লা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৪ আগস্ট, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন সুলতানা ইয়াসমিন লায়লা

ক্লোজআপ ওয়ান তারকা সুলতানা ইয়াসমিন লায়লা। বাংলাদেশী এবং বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল এনটিভির সঙ্গীতবিষয়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান “তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২” তে বিচারকদের দেওয়া নম্বর ও দর্শকদের মোবাইল ‍SMS ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ীর মুকুটধারী ।

লায়লা ১৯৯৪ সালের ২৪ আগষ্ট বনলতা সেনের শহর নাটরে জন্মগ্রহণ করেন। আজ এই জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা’র ২৮ তম জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধুমহল ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন লায়লা । বাংলাদেশের সংগীতাঙ্গনে এ সময়ের জনপ্রিয় তারকাদের একজন গানের পাখি লায়লা। দেশে এবং দেশের বাইরে রয়েছে তাঁর গানের অগণিত ভক্ত শ্রোতা।

তার শৈশবের সময়গুলো পরিবারের সাথে জন্মস্থানেই কেটেছে। লায়লা বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি ও ২০১২ সালে বনপাড়া ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন।

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহন করার সময় স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হতে পারেননি লায়লা। পরবর্তীতে তিনি ঢাকার স্বনামধন্য ইউডা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ সঙ্গীতের ওপর স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হন।

বাবা শফিকুল মৃধা ও চাচা খালেক দেওয়ানের অনুপ্রেরণাতেই গানের ভুবনে পা রেখেছেন তিনি। তাঁর বাবা একজন বাউলশিল্পী। তাই ছোটবেলা থেকেই গানের পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন মুকুট জয়ের পর থেকে লায়লা সঙ্গীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গান করে যাচ্ছেন।

"আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, “আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও ঐ রাঙ্গা পায়”, “এই মিনতি আল্লাহ্‌ গো তোমারই দরবারে”, “প্রাণ নাথ ছাড়িয়া জাইওনা মোরে”, “কোন মুসাফির গভীরও নিশি মসজিদেরও আঙ্গিনায়”, “তোর আদরে আমি আদরিনি”- হলো তার উল্লেখযোগ্য কয়েকটি গান।

পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে গানের পাখি ‘সুলতানা ইয়াসমিন লায়লা’র জন্মদিনে রইলো জন্মদিনের অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news