করোনাভাইরাসে আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৪ আগস্ট, ২০২২, ১ year আগে

করোনাভাইরাসে আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। ১৯৬৯-এ বচ্চন ছবির জগতে আত্মপ্রকাশ করেন সাত হিন্দুস্তানি নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে যেখানে সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন।

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। তিনি নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।

টুইটে অমিতাভ বচ্চন লিখেছেন, আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বলিউড এই অভিনেতা।

বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত বচ্চন তার পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ১৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়।

১৯৭০ ও ১৯৮০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে তার একচ্ছত্র আধিপত্যের জন্য ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো তাকে "একক-ব্যক্তি চলচ্চিত্র শিল্প" বলে অভিহিত করেন।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news