নির্মাতা শাহীন সুমনের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৩ আগস্ট, ২০২২, ১ year আগে

নির্মাতা শাহীন সুমনের জন্মদিন আজ

শাহীন সুমন হলেন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। আবিদ হাসান বাদলের সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন শাহীন সুমন। ২০০২ সালে গডফাদার চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তাদের অভিষেক ঘটে। কাকন ফিল্মস প্রযোজিত এ চলচ্চিত্রটি ওই বছরের হিট চলচ্চিত্রের তালিকায় ছিল। দীর্ঘ কর্মময় জীবনে শাহীন–সুমন ৫০টিরও অধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন।

দীর্ঘ সময় যৌথভাবে পরিচালনা করার পর ২০১৪ সালে সুমন আলাদা হয়ে ওয়াজেদ আলী সুমন নামে এককভাবে হিটম্যান চলচ্চিত্র পরিচালনা করেন। একক পরিচালক হিসেবে শাহীনের পরিচালিত প্রথম চলচ্চিত্র ২০১৬ সালের মিয়া বিবি রাজি।

এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও তিনি লিখেছেন। শাহীন ২০১৯ সালের ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে উপ-মহাসচিব পদে বিজয়ী হয়ে ২০১৯-২০ বছরের দায়িত্ব পালন করেছেন।

আজ এই নির্মাতা ৫৮তম জন্মদিন ১৯৬৪ সালের ২৩ শে আগষ্ট তিনি ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন। পরিচালক হিসেবে তার প্রথম ছবি ‘গডফাদার’। তারপর একে একে তিনি নির্মাণ করেছেন মিয়া বিবি রাজি (২০১৬), লাভ ম্যারেজ (২০১৫), সেদিন বৃষ্টি ছিল (২০১৪), জিরো থেকে টপ হিরো (২০১৪), অন্যরকম ভালোবাসা (২০১৩), জটিল প্রেম (২০১৩), ভালোবাসার রঙ (২০১২), মন যেখানে হৃদয় সেখানে (২০০৯), বিয়ে বাড়ী (২০০৯), জন্ম তোমার জন্য (২০০৯), রাস্তার ছেলে (২০০৯), তুমি আমার প্রেম (২০০৮), সন্তান আমার অহংকার (২০০৮), সমাধি (২০০৮) ইত্যাদি ছবিগুলো। আজ এই নির্মাতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news