৪৪ বছরে পা রাখলেন অভিনেত্রী ভূমিকা চাওলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২১ আগস্ট, ২০২২, ১ year আগে

৪৪ বছরে পা রাখলেন অভিনেত্রী ভূমিকা চাওলা

ভূমিকা চাওলা হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং একজন সাবেক মডেল। তিনি তেলুগু ছবি ইয়ুভাকুডু (২০০০) দিয়ে তার চলচ্চিত্র জীবনের সূচনা করেন এবং তারপর থেকে তিনি ভারতীয় বিভিন্ন চলচ্চিত্র শিল্পে এবং ত্রিশটিরও অধিক তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম, কর্ণাঠক, ভোজপুরি, এবং পাঞ্জাবি চলচ্চিত্রে কাজ করেন। তার করা খুশি, অক্কাডু, তেরে নাম, মিসসাম্মা, গান্ধী, মাই ফাদার, বাডি এবং অনসূয়া ছবিগুলো দিয়ে আলোচনায় আসেন।

আজ এই অভিনেত্রী ৪৪ তম জন্মদিন ২১ আগস্ট ১৯৭৮ সালে ভুমিকা চাওলা নয়া দিল্লীতে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানে পড়াশোনা শেষ করেন। তার বাবা একজন ইন্ডিয়ান সেনাবাহিনীর অফিসার ছিলেন। ভুমিকা চাওলা ১৯৯৭ সালে মুম্বাইতে চলে আসেন এবং সেখানেই অ্যাড ফিল্ম এবং মিউজিক ভিডিও করার মাধ্যমে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। তিনি জি টিভির একটি সিরিজ হিপ হিপ হুররেতে কাজ করেন।

চাওলা তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার প্রথম ছবি হচ্ছে তেলুগু 'ইয়ুবাকুডু (২০০০)' ছবি। এই ছবিটিতে তিনি তেলুগু ফিল্মের নায়েক সুমনাথের বিপরীতে কাজ করেন। তার দ্বিতীয় ছবি হচ্ছে খুশি (২০০১)।

এই ছবিটিতে তিনি পবন কল্যাণের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি বক্স অফিসে সফলতা পেয়েছিল। যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তারপর তিনি একাধারে 'ওকাডু (২০০৩)' মহেশ বাবুর বিপরীতে, 'সিমাদ্রী (২০০৩) জুনিয়র এনটিআর এর বিপরীতে ছবিগুলোতে অভিনয় করেন। যার ফলে বছরের মধ্যে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সাড়া ফেলে।

২০০৭ সালের ২১ অক্টোবর ভুমিকা চাওলা বিয়ে করেন তার দীর্ঘ সময় ধরে প্রেম করা প্রেমিক যোগ বা ইয়োগা শিক্ষক ভারত ঠাকুরকে। তিনি প্রতিনিয়ত ভারত ঠাকুরের যোগ বা ইয়োগা কোর্সে কোর্স করতে যেতেন এবং এইভাবে তাদের প্রেমের সূচনা হয়। প্রায় চার বছর প্রেম করার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তাদের ঘরে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news