নতুন দুই চলচ্চিত্রে ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৯ আগস্ট, ২০২২, ১ year আগে

নতুন দুই চলচ্চিত্রে ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু হলেন একজন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী। তিনি সংক্ষেপে বাবু নামে অধিক পরিচিত। তিনি শতাধিক বাংলাদেশি টেলিভিশন নাটক, তার সাথে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বহু টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন।

এখন পর্যন্ত তিনি পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন নতুন দুটি সিনেমায়। একটি ওটিটি প্লাটফর্মের এবং অন্যটি বড় পর্দার (সরকারি অনুদানে)। সিনেমার নাম ‘দুই দিনের দুনিয়া’ ও ‘জামদানী’। ওটিটির জন্য ‘দুই দিনের দুনিয়া’ নির্মাণ করবেন অনম বিশ্বাস এবং ‘জামদানী’ অনিরুদ্ধ রাসেল।

ফজলুর রহমান বাবু বলেন, দর্শকের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছি সিনেমা-নাটকে অভিনয় করে। তবে হ্যাঁ, এটা সত্যি আজকের এই অবস্থানে আসার পেছনে আমার নিজেকেও অনেক শ্রম দিতে হয়েছে।

আমার কাজের প্রতি দর্শকের আস্থা জন্মেছে। তাই, এখন যখন সিনেমাতে কাজ করতে যাই তখন আসলে গল্প এবং চরিত্র আমার খুব ভালোলাগাটা ভীষণ জরুরি। সেই সাথে পরিচালক এবং সহশিল্পীর বিষয়টিও গুরুত্বপূর্ণ।

তিনি নাট্যধর্মী শঙ্খনাদ (২০০৪), মেয়েটি এখন কোথায় যাবে (২০১৬) ও ফাগুন হাওয়ায় (২০১৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে এবং গহীন বালুচর (২০১৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ হল দারুচিনি দ্বীপ (২০০৭), মনপুরা (২০০৯), অজ্ঞাতনামা (২০১৬), এবং হালদা (২০১৭)

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news