অভিনেত্রী প্যাট্রিশিয়া নিলের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৮ আগস্ট, ২০২২, ১ year আগে

অভিনেত্রী প্যাট্রিশিয়া নিলের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

প্যাট্রিশিয়া নিল ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি অ্যানাদার পার্ট অব দ্য ফরেস্ট নাটকে অভিনয় করে ১৯৪৭ সালে মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন।

দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল (১৯৫১) চলচ্চিত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধবা হওয়া নারী হেলেন বেনসন, আ ফেস ইন দ্য ক্রাউড (১৯৫৭) চলচ্চিত্রে বেতার সাংবাদিক মার্সিয়া জেফ্রিস, ব্রেকফাস্ট অ্যাট টিফানিস (১৯৬১) চলচ্চিত্রে ধনী বিধবা এমিলি ইউস্টেস ফেইলেনসন, এবং হুড (১৯৬৩) চলচ্চিত্রে গৃহকর্মী আলমা ব্রাউন চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।

তিনি হুড চলচ্চিত্রে অভিনয়ের জন্য একটি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার এবং দ্য সাবজেক্ট ওয়াজ রোজেস (১৯৬৮) চলচ্চিত্রের জন্য অপর একটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি মাতৃস্থানীয় চরিত্রে টেলিভিশন চলচ্চিত্র দ্য হোমকামিং: আ ক্রিসমাস স্টোরি (১৯৭১)-এ অভিনয় করেন এবং নাট্যধর্মী টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন ও একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এই চলচ্চিত্রে তার অভিনীত অলিভিয়া ওয়ালটন চরিত্র থেকে হয়ে অনুপ্রাণিত দ্য ওয়ালটন্স ধারাবাহিক নির্মিত হয়।

প্যাট্রিশিয়া নিল ১৯২৬ সালের ২০শে জানুয়ারি কেন্টাকি অঙ্গরাজ্যের প্যাকার্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলিয়াম বার্ডেট নিল (১৮৯৫-১৯৪৪) এবং মাতা ইউরা মিলড্রেড (বিবাহপূর্ব পেট্রি) নিল (১৮৯৯-২০০৩)। তার দুই ভাইবোন ছিল।

তিনি টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলে বেড়ে ওঠেন এবং সেখানে নক্সভিল হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিষয়ে অধ্যয়ন করেন, সেখানে তিনি পি বেটা ফি সরোরিটির সদস্য ছিলেন।

নর্থওয়েস্টার্নে তিনি ক্যাম্পাস সুন্দরী প্রতিযোগিতা সিলেবাস কুইন মুকুট অর্জন করেন। আজ এই অভিনেত্রী মৃত্যুবার্ষিকী প্যাট্রিশিয়া নিল ৮আগস্ট ২০১০ সালে (বয়স ৮৪) মারা যায় এজারটাউন, ম্যাসাচুসেট্‌স, মার্কিন যুক্তরাষ্ট্র তার সমাধি দেওয়া হয়- অ্যাবি অব রেজিনা লাউডিস।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news