আজ কণ্ঠশিল্পী লুইপা'র জন্মদিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৮ আগস্ট, ২০২২, ১ year আগে

আজ কণ্ঠশিল্পী লুইপা'র জন্মদিন

বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার জন্মদিন আজ। ০৪ আগস্ট ১৯৯২ সালে বগুড়ায় জন্নগ্রহণ করেন। পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ শিল্পী।

২০১০ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার সেরা চারে ছিলেন লুইপা। ছোটবেলায় গান শুনতে শুনতে গানের প্রতি এক রকার তীব্র আগ্রহ জন্মে সঙ্গীতশিল্পী লুইপার। শচিন দেব বর্মণ, মান্না দে’সহ কিংবদন্তি শিল্পীদের গান শুনে এসেছেন ছোটবেলা থেকেই।

যে কারণে গানের প্রতি আগ্রহ তৈরি হয় লুইপার। বাবা মা কেউ গানের মানুষ নন। তবে গান পছন্দ করতেন দুজনই। সঙ্গীতের প্রতি লুইপার আগ্রহ দেখে মা তহমিনা হক তাকে ভর্তি করে দেন শিশু একাডেমীতে। এখানেই গান শেখা শুরু করেন লুইপা।

ধীরে ধীরে গানের সব শাখায় পদার্পণ করেন লুইপা। স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নিয়মিত অংশগ্রহণ করতে থাকেন বাংলাদেশ শিশু একাডেমীর বিভিন্ন প্রতিযোগিতা এবং শিশু সপ্তাহের বিভিন্ন সঙ্গীতায়জনে।

ছোটবেলাতেই লুইপা নিজেই সঙ্গীতে নিজের অপার সম্ভাবনার পথ উন্মোচন করেন। পরপর শিশু একাডেমীর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারের ঝুলিতে জমা করেন ১৪টি স্বর্ণপদক। এর বাইরে শাপলা কুঁড়ি, নতুন কুঁড়ির মতো বড় বড় সব সঙ্গীত প্রতিযোগিতায় দেখা যায় তার উপস্থিতি। সেখানেও নিজের যোগ্যতার প্রমাণ দেন লুইপা।

এরপর ধীরে ধীরে স্কুলের গণ্ডি পেরিয়ে পা রাখেন কলেজে। শিশু একাডেমীর শিক্ষা শেষে ওস্তাদ বেলাল হোসেনের কাছে কিছুদিন গানের দীক্ষা নেন। ২০১০ সালে চ্যানেল আই সেরাকন্ঠের মাধ্যমে আবারো দেশবাসীর নজরে আসেন তিনি। এরপর থেকেই বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন তিনি।

এ পর্যন্ত লুইপার একটি একক অ্যালবাম ও একাধিক মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামের পাশাপাশি সিনেমার গানেও নিয়মিত কণ্ঠ দিয়ে চলেছেন তিনি। একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি আজীবন সঙ্গীতকে কণ্ঠে ধারণ করে রাখতে চান এই শিল্পী।

পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, বাংলাদেশ শিশু একাডেমী ও শিশু সপ্তাহ থেকে ১৪ বার স্বর্ণ পদক বিজয়ী, নতুন কুঁড়ি-২০০০ (১ম), শাপলা কুঁড়ি-২০০০ (চ্যাম্পিয়ন), চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১০ (৪র্থ), আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৩, সিম্ফোনি চ্যানেল আই পুরস্কার-২০১৫ ইত্যাদি।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news