৫১ তম জন্মদিনে অভিনেতা ডন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৭ আগস্ট, ২০২২, ১ year আগে

৫১ তম জন্মদিনে অভিনেতা ডন

মোহাম্মদ আশরাফুল হক (মঞ্চ নাম ডন হিসাবে অধিক পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। চলচ্চিত্রে তিনি সাধারণত পার্শ্ব চরিত্রে খল অভিনেতা হিসাবে অভিনয় করে থাকেন।

তিনি সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ চলচ্চিত্রে প্রথম করেন, কিন্তু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি মুক্তির দিক তার প্রথম চলচ্চিত্র। দুই যুগেরও বেশি সময়ের কর্মজীবনে ডন প্রায় সাড়ে ৬’শ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

আজ তার ৫১ তম জন্মদিন ডন ১৯৭১ সালের ৭ আগস্ট বগুড়ার কাটনাপাড়ায় মোহাম্মদ নাজমুল হক ও মোসাম্মৎ মোয়াজ্জমা হকের ঘরে মোহাম্মদ আশরাফুল হক হিসাবে জন্মগ্রহণ করেন। তার বাবা প্র‍য়াত হলেও মা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। দশ ভাইবোনের মধ্যে ডন সবার ছোট।

ডন বগুড়া শহর ছেড়ে ঢাকায় আসার পর ১৯৯১ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে অডিশন দেন, কিন্তু তাতে অনুত্তীর্ণ হন তিনি। পরে পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচিত হলে, তিনিই প্রথম তাকে চলচ্চিত্রে সুযোগ দেন।

সোহান পরিচালিত লাভ চলচ্চিত্রে ডন প্রথম অভিনয় করেন। কিন্তু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সোহানের আরেক চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত মুক্তির দিক দিয়ে তার প্রথম চলচ্চিত্র।কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে অভিনয়ের সুবাধে পরিচিত হন প্রয়াত অভিনেতা সালমান শাহর সঙ্গে। সালমান শাহ অভিনীত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ২৪টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি।

তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, ভালোবাসা কারে কয়, মহামিলন, মিলন হবে কত দিনে, মাটির ফুলের মতো চলচ্চিত্র।

দুই যুগের বেশি সময়ের কর্মজীবনে ডন প্রায় সাড়ে ৬শ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেন তিনি। কৌশিক হোসেন তাপস পরিচালিত কত ভালোবাসি তোমাকে টেলিছবিতে নায়িকা জনা'র বিপরীতে নায়কও ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি এক জনমের ভালোবাসা নামে একটি চলচ্চিত্রও প্রযোজনা করেছেন ডন।

ডন অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন ব্যান্ড দল ‘আর্কাইভ’। জড়িত আছেন নানা রকম সামাজিক কর্মকাণ্ডে। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।আজ এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news