বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ২০০ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্ত চলাকালে ভারত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। শনিবার (২২ অক্টোবর) দিল্লির পাতিয়ালা হাউজ আদালতে এ তথ্য জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডি আদালতে জানায়, জ্যাকলিন তদন্তকারীদের সহযোগিতা করছেন না। তিনি ভারত ছেড়ে পালাতে চেয়েছিলেন। কিন্তু নজরদারির মধ্যে থাকায় পালাতে ব্যর্থ হন। এছাড়া অভিনেত্রী তার মোবাইল ফোন থেকে অনেক তথ্য মুছে দিয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন।
ইডির পক্ষ থেকে জ্যাকলিন ফার্নান্দেজের জামিন আবেদনের বিরোধীতা করা হয়। তবে অভিনেত্রীর আইনজীবী প্রশান্ত পাতিল এসব অভিযোগ অস্বীকার করে আদালতকে বলেন, জ্যাকলিন তদন্ত সংস্থাগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তিনি সমস্ত প্রয়োজনীয় তথ্য ইডি’র কাছে হস্তান্তর করেছেন এবং আজ পর্যন্ত জারি করা সমনগুলোতে উপস্থিত ছিলেন।
আদালত জ্যাকলিনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বাড়ায়।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ