শুভ জন্মদিন অরুণা বিশ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১ আগস্ট, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস একজন বাংলাদেশী টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী। সেই সাথে তিনি একজন টেলিভিশন নাটকের পরিচালক। আশির দশকের বাংলা সিনেমার পর্দা কাপানো নায়িকা অরুনা বিশ্বাস। আজ সোমবার (১ আগষ্ট) এই নায়িকার জন্মদিন।

১৯৬৭ সালে মানিকগঞ্জের ঘিওর থানার জাবরা গ্রামে জন্ম অরুণা বিশ্বাসের। এই চিত্রনায়িকা সুপরিচিত বিশ্বাস পরিবারের একজন। তার মা জ্যোৎস্না বিশ্বাস একজন মঞ্চ ও যাত্রা অভিনেত্রী। বাবা অমেলন্দু একুশে পদক বিজয়ী মঞ্চ ও যাত্রা অভিনেতা। ভাই মিঠু বিশ্বাস একজন নাট্য নির্মাতা।

বিশ্বাস জাদ্রভিশন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে কাজ করেন।২০০৬ সালের হিসাবে, বিশ্বাসের ৪০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।কানাডায় থাকার ৬ বছর পর বিশ্বাস বাংলাদেশে ফিরে আসেন।

তিনি চ্যানেল আই এর জন্য তার প্রথম টিভি ধারাবাহিক ওনোরোকোমার লোজজা পরিচালিত করেন। এরপর তিনি কাজী নজরুল ইসলামের দোলনচাঁপা, রবীন্দ্রনাথ ঠাকুরের বনের পাপিয়া ও দৃষ্টিদান এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিয়রে আঁকা ছবি ও বড় দিদি মঞ্চনাটকে অভিনয় করেন।

বিশ্বাস ১৯৮৬ সালের ৬ জুন নায়করাজ রাজ্জাক পরিচালিত অরুণা বিশ্বাসের প্রথম সিনেমা ‘চাপা ডাঙ্গার বউ’ মুক্তি পায়। তার বিপরীতে ছিলেন বাপ্পারাজ। এরপর তিনি ‘দুর্নাম’,‘সম্মান’,‘ কৈফিয়ত’, ‘দংশন’,‘ চরম আঘাত’, ‘বন্ধু বেঈমান’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’,‘প্রেম শক্তি’সহ আরো বহু সিনেমায় অভিনয় করেন।

বিশ্বাস একুশে টেলিভিশন এবং এনটিভিতে "খাদ্য কারাভ্যান" এবং "নাচী গানি নম্বর এক" এর মতো টেলিভিশনের অনুষ্ঠান আয়োজন করেছিল। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news