মুক্তির অপেক্ষায় ডিপজলের ৫ টি সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩১ জুলাই, ২০২২, ১ year আগে

মুক্তির অপেক্ষায় ডিপজলের ৫ টি সিনেমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রয়োজক মনোয়ার হোসেন ডিপজল। অভিনেতা ও প্রযোজক হিসেবে সমান সফল তিনি। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিপজলের নতুন পাঁচ সিনেমা।

ইতোমধ্যে এই সিনেমাগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে এবং সেন্সর বোর্ডে পর্যায়ক্রমে জমা দেওয়া হবে। সিনেমা পাঁচটি হচ্ছে- ‘অমানুষ হলো মানুষ’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘বাংলার হারকিউলিস’, ‘ঘর ভাঙ্গা সংসার’ এবং ‘জিম্মি’। ৫ সিনেমা পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর এবং প্রয়োজনা করছেন ডিপজল ।

ডিপজল বলেন, আমি আগে ঘোষণা দিয়েছিলাম প্রত্যেক মাসে একটি সিনেমা মুক্তি দেব। ১২ মাসে ১২টি। মাঝে করোনা ও লকডাউনের কারণে সিনেমা নির্মাণ ও মুক্তি দেওয়া সম্ভব হয়নি।পরিকল্পনায় ব্যাঘাত ঘটে। করোনা অনেকটা স্বাভাবিক হলে সিনেমাগুলো নির্মাণ কাজ শুরু করি।

একটানা কাজ করে পাঁচটি সিনেমা তৈরি করেছি। এগুলো এখন প্রতি দেড় মাস পরপর মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আশা করছি, আগস্টের শেষ সপ্তাহ থেকে সিনেমাগুলো মুক্তি দেওয়া শুরু করতে পারব। সিনেমা মুক্তির ধারাবাহিকতা থাকলে চলচ্চিত্রের সুদিন ফিরবে বলে মনে করেন ডিপজল।

চলতি সপ্তাহে একটি সিনেমা সেন্সরে জমা দিয়ে মুক্তির প্রক্রিয়া শুরু হবে। প্রথমে ‘বাংলার হারকিউলিস’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর ‘ঘর ভাঙ্গা সংসার’। এভাবে পর্যায়ক্রমে বাকিগুলোও সেন্সর করে মুক্তি দেওয়া হবে।

দর্শকদের হলমুখী করতে এই পরিকল্পনা উল্লেখ করে ডিপজল বলেন, ‘সিনেমার বাজার সৃষ্টি করতে এখন ধারাবাহিকভাবে সিনেমা মুক্তি দিয়ে দর্শককে হলে আনা প্রয়োজন। পরপর যদি সিনেমা মুক্তি দেওয়া হয়, দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে।

শুধু এই পাঁচ সিনেমা মুক্তির মধ্যেই আমার কার্যক্রম থেমে থাকছে না।সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নতুন সিনেমা নির্মাণ শুরু করব। একদিকে সিনেমা মুক্তি দেব, আরেক দিকে নতুন সিনেমা নির্মাণ করব। আমি আমার অবস্থান থেকে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব। অন্যদেরও চলচ্চিত্র মুক্তির ধারাবাহিকতা ধরে রাখতে এগিয়ে আসতে হবে। তাহলে, আবার আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে।

পত্রিকাএকাত্তর /মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news