দেশের ২৪টি সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে "হাওয়া"

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৮ জুলাই, ২০২২, ১ year আগে

দেশের ২৪টি সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে "হাওয়া"

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’ সিনেমা । টিভি নাটক ও বিজ্ঞাপনের প্রশংসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন এই প্রথম সিনেমা বানিয়েছেন। আগামীকাল (২৯ জুলাই) দেশের ২৪টি সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে। যা আগামীতে আরও বাড়বে বলে আশা করছেন চলচ্চিত্র ইন্ড্রাস্টির মানুষজন।

গভীর সমুদ্রে আটকে পড়া একটি মাছ ধরার ট্রলারের আটজন মাঝি-মাল্লা ও এক রহস্যময়ী বেদেনীকে নিয়ে হাওয়ার গল্প আবর্তিত হয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পাওয়া একটি গান ও ট্রেলার বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে সিনেমার 'সাদা সাদা কালা কালা' গানটি দেশব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

যে সব সিনেমা হলে "হাওয়া” মুক্তি পাবে, নীচে সেগুলোর তালিকা দেয়া হলো-

রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, শ্যামলী ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে রেকর্ড ২৭টি শো পেয়েছে।

ঢাকার বাইরে দেখা যাবে সিলভার স্ক্রিন, সুগন্ধা, সিনেমা প্যালেস (চট্টগ্রাম), গ্র্যান্ড সিনেপ্লেক্স (সিলেট), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন, মম ইন (বগুড়া), সেনা অডিটোরিয়াম (সাভার), ছায়াবাণী (ময়মনসিংহ), শঙ্খ, লিবার্টি (খুলনা), বর্ষা (গাজীপুর), শাপলা (রংপুর) ও রূপকথা (পাবনা)।

হাওয়া মুভি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অন্য আরেকটি চরিত্রে অভিনয় করেছেন বর্তমানে আলোচিত নায়ক শরিফুল রাজ। হাওয়া সিনেমায় সবচেয়ে বেশি প্রকাশ করা হয়েছে জেলে পরিবারের জীবনযাপন এবং এদের নিয়ে বিশেষ কিছু চিত্র এবং এদের প্রতি দিনের বেঁচে থাকার যুদ্ধ।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news