উত্তর কুমার চলে যাওয়ার ৪২ বছর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৪ জুলাই, ২০২২, ১ year আগে

উত্তর কুমার চলে যাওয়ার ৪২ বছর

উত্তম কুমার ছিলেন একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক এবং পরিচালক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে 'মহানায়ক' আখ্যা দেওয়া হয়েছে।উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল দৃষ্টিদান।

এই ছবির পরিচালক ছিলেন নীতীন বসু। এর আগে উত্তম কুমার মায়াডোর নামে একটি চলচ্চিত্রে কাজ করেছিলেন কিন্তু সেটি মুক্তিলাভ করেনি।বসু পরিবার চলচ্চিত্রে তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন। এরপর সাড়ে চুয়াত্তর মুক্তি পাবার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন।

সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি প্রথম অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম-সুচিত্রা জুটির সূত্রপাত হয়। তিন সন্তানের মধ্যে উত্তম কুমার ছিলেন সবার বড়।

তার পিতার নাম সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মায়ের নাম চপলা দেবী। তার ছোট ভাই তরুণ কুমার ( ১৯৩১ - ২০০৩ ) একজন শক্তিশালী অভিনেতা ছিলেন। তারা একত্রে বেশ কিছু জনপ্রিয় চলচিত্রে অভিনয় করেছেন (যেমন: মায়ামৃগ, ধন্যি মেয়ে, সপ্তপদী, সোনার হরিণ, জীবন-মৃত্যু, মন নিয়ে, শেষ অঙ্ক, দেয়া-নেয়া, সন্ন্যাসী রাজা, অগ্নীশ্বর, "এন্টোনি ফিরিঙ্গী" ইত্যাদি)।

উত্তম কুমার (১৯২৬-১৯৮০) গৌরী দেবীকে (১৯২৯ -১৯৮১) বিয়ে করেন, তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায় (১৯৫০-২০০৩) মাত্র ৫৩ বছর বয়সে ক্যান্সারে মারা যান।

গৌরব চট্টোপাধ্যায়, উত্তম কুমারের একমাত্র নাতি, বর্তমানে টালিগঞ্জের জনপ্রিয় ব্যস্ত অভিনেতা। ১৯৬৩ সালে উত্তম কুমার তার পরিবার ছেড়ে চলে যান। দীর্ঘ ১৭ বছর তিনি তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর ( ১৯৩৩-২০১৮) সঙ্গে বসবাস করেন, তার মৃত্যুর আগ পর্যন্ত।

দেখতে দেখতে ৪১ বছর পার হয়ে গেল। আজ ২৪ জুলাই ২০২২-এ ৪২ তম মৃত্যু বার্ষিকীতে উত্তম কুমার। তিনিই বলে গিয়েছিলেন, শাওন ও রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে, দেবদাস ছবিতে উত্তম কুমারের লিপে এই গানের কলি টাই হয়ে যায় মহানায়কের এপিটাফ। কারণ সত্যি শ্রাবণ মাস এলেই উত্তম কুমারের কথা স্মরণে আসে আমাদের।

১৯৮০ সালে ওগো বধু সুন্দরী চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় উত্তম কুমারের স্ট্রোক হয় ও পরে তাকে বেল ভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। ১৯৮০ সালের ২৪ জুলাই ৫৩ বছর বয়সে তিনি সেখান মারা যান।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news