বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম সৌদি আরবের জেদ্দায় প্রথমবার গান গাইবেন। বর্তমানে তিনি সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে পৌঁছলে মমতাজ বেগমকে আয়োজক কর্তৃপক্ষ সাদরে বরণ করেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন মমতাজ বেগম। জানা গেছে, শুক্রবার (২১ অক্টোবর) জেদ্দার ফুরুশিয়া আছফানে অনুষ্ঠিতব্য ‘প্রবাসে আনন্দ উৎসব ২০২২ নামের অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এর আগে আজ (২০ অক্টোবর) মক্কা-মদীনায় কাবাঘর ও হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করবেন মমতাজ।
মমতাজ ফেসবুকে একটি পোস্টও দিয়ে লিখেছেন, নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা, মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল৷
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ