সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মিম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২২ জুলাই, ২০২২, ১ year আগে

সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মিম

বিদ্যা সিনহা সাহা মীম হচ্ছেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। কাজের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন তিনি।

অবশেষে সেই শিক্ষাজীবনের সমাপ্তি ঘটল। বৃহস্পতিবার (২১ জুলাই) সমাবর্তন গ্রহণের মধ্য দিয়ে শিক্ষাজীবনের ইতি টেনেছেন মিম। রাজধানীর সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে তিনি বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছেন বিদ্যা সিনহা মিম। ২০২০ সালে কনভোকেশন হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে ২০২২ সালে সমাবর্তন নিয়েছেন এই চিত্রনায়িকা। নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিম জানান, ২০২০ সালেই তাদের সমাবর্তন হওয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে সেটা সম্ভব হয়নি। অবশেষে দুই বছর পর সমাবর্তনের কালো গাউন পরে সনদ গ্রহণ করলেন নায়িকা। তার হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিম বলেন, ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের, যারা আমার পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন। মিডিয়াতে কাজ করে একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয় অবশ্যই।

ধন্যবাদ জানাই আমার সেসব সহপাঠীদের, যারা পড়াশোনা বিষয়ক যেকোনো বিষয় মিস করলেও পরবর্তীতে আমাকে সাহায্য করেছে যেন আমার জন্য পড়াশোনার পথটা সহজতর হয়।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news