শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী অভিনেত্রী নাসরিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী অভিনেত্রী নাসরিন

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক নাসরিন। তিনি আইটেম গানে নৃত্যশিল্পী ও পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি ৫০০-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। লাভ সিনেমার পাশাপাশি ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত অগ্নিশপথ ছবিও তার প্রথম ছবি হিসেবে বলা হয়।

এই দিকে আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন মিশা সওদাগর-জায়েদ খান ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ দুটি প্যানেল। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম কোনো প্যানেলের ধার ধারেননি নাসরিন । বরং স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।

সোমবার ১১ জানুয়ারি নাসরিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন নাসরিন। স্বতন্ত্রপ্রার্থী হওয়া প্রসঙ্গে নাসরিন বলেন, আমি আমার মতো থাকতে চাই। কোনো কোন্দলে যাব না। তাই স্বতন্ত্রপ্রার্থী হিসেবে কার্যকরী সদস্য পদে নির্বাচন করব। আশা করছি, আমাকে যারা ভালোবাসেন তাদের রায় পাব। সবার দোয়া চাই।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news