অভিনেতা সিরাজ হায়দার চলে যাওয়ার চার বছর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

অভিনেতা সিরাজ হায়দার চলে যাওয়ার চার বছর
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

সিরাজ হায়দার একজন বাংলাদেশি অভিনেতা ও পরিচালক ছিলেন। তিনি চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সিরাজ হায়দার ১৯৪৮ সালের ৬ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে টিপু সুলতান শিরোনামের নাটকে তিনি প্রথমবারের মত অভিনয় করেন।

সুখের সংসার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সিরাজ হায়দারের। চলচ্চিত্রের পাশাপাশি তিনি টেলিভিশন মঞ্চ ও যাত্রাতেও অভিনয় করেছেন। তিনি অনেক মঞ্চ নাটক পরিচালনা করেছিলেন। ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন।

সিরাজ হায়দার আদম ব্যাপারী ও সুখ শিরোনামের দুইটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তার পরিচালিত আদম ব্যাপারী শিরোনামের চলচ্চিত্রটি মুক্তি পায় নি। তার পরিচালিত অন্য চলচ্চিত্র সুখ মুজিব পরদেশী অভিনীত প্রথম চলচ্চিত্র।

সিরাজ হায়দার মিনা হায়দারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুই পুত্র ও এক কন্যা ছিল।

সিরাজ হায়দার ২০১৮ সালের ১১ জানুয়ারি ঢাকার কল্যাণপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। আজ এই অভিনেতা চতুর্থ মৃত্যুবার্ষিকী  তে গভীর শ্রদ্ধাঞ্জলি। 

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news