শুভ জন্মদিন কন্ঠশিল্পী আলম আরা মিনু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১০ জানুয়ারী, ২০২২, ২ years আগে

শুভ জন্মদিন কন্ঠশিল্পী আলম আরা মিনু

আলম আরা মিনু ১০ জানুয়ারি ১৯৭৬ জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস হলো ভোলা জেলার চরফ্যাশনে। বর্তমানে তিনি কুমিল্লা জেলার মেঘনার লুটেরচরে বসবাস করেন। আলম আরা মিনু বাংলাদেশের একজন খ্যাতনামা কণ্ঠশিল্পী।

মিনু প্রথমে নিজে নিজে হারমোনিয়াম বাজানো শিখেন। তার বাবা তাকে এর জন্য উৎসাহ দিতেন এবং সেখান থেকে মূলত তার গানের দিকে পথচলা। ১৯৮৭ সালে বাংলাদেশ বেতারে শিল্পী হিসেবে মনোনীত হন। তবে তার প্রথম অ্যালবাম বের হয় যখন তিনি নবম শ্রেণিতে পড়েন ১৯৮৯ সালে। এরপর একাধারে তিনি মঞ্চে, রেডিও, টিভিতে, ও চলচ্চিত্রে গান নিয়ে কাজ করেন এবং একক অ্যালবামও বের করেন। এছাড়াও ছদ্মনামেও বেশকিছু অ্যালবাম বের করেছিলেন।

তিনি এই পর্যন্ত প্রায় ১০০ বাংলা চলচ্চিত্রের জন্য গান করেছেন। তিনি মূলত 'যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা' গানটির জন্য সকলের কাছে জনপ্রিয়। এই গানটির সুরকার ছিল তারই স্বামী এবং বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীত সুরকার সেলিম আশরাফ।

আজ এই জনপ্রিয় সংগীতশিল্পী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news