মার্কিন অভিনেত্রী ক্যাথরিন হেলমন্ডের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৫ জুলাই, ২০২২, ১ year আগে

মার্কিন অভিনেত্রী ক্যাথরিন হেলমন্ডের জন্মদিন আজ

ক্যাথরিন মারি হেলমন্ড হলেন একজন মার্কিন অভিনেত্রী ও পরিচালক। আজ ৫ জুলাই তার জন্মদিন। হেলমন্ডের মঞ্চে অভিষেক ঘটে অ্যাজ ইউ লাইক ইট নাটক দিয়ে, এরপর তিনি ১৯৫৫ সাল থেকে নিউ ইয়র্ক সিটিতে কাজ শুরু করেন।

তিনি তিন মৌসুম ক্যাটস্কিলে একটি গ্রীষ্মকালীন মঞ্চদলও পরিচালনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্চনাটকে অভিনয় শিখাতেন। তার টেলিভিশনে অভিষেক ঘটে ১৯৬২ সালে, কিন্তু ১৯৭০-এর দশকের পূর্ব পর্যন্ত তিনি বড় কোন চরিত্রে কাজ পাননি।

১৯৭০-এর দশকে তিনি টেলিভিশনের পাশাপাশি মঞ্চে অভিনয়ও চালিয়ে যান এবং ব্রডওয়ে মঞ্চে ইউজিন ওনিলের দ্য গ্রেট গড ব্রাউন (১৯৭৩) মঞ্চনাটকে অভিনয় করে একটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য ব্রডওয়ে মঞ্চনাটক হল প্রাইভেট লাইভস, ডন জুয়ান ও মিক্সেড ইমোশন্স।

হেলমন্ড ১৯৭৫ সালে ঐতিহাসিক রহস্যধর্মী টেলিভিশন চলচ্চিত্র দ্য লেজেন্ড অব লিজি বোর্ডেন চলচ্চিত্রে এমা বোর্ডেন চরিত্রে অভিনয় করেন। পরের বছর তাকে জিন ইভান্সের সাথে সিবিএসের রোমাঞ্চকর ধারাবাহিক স্পেন্সার্স পাইলটস-এ একটি পর্বে দেখা যায়। একই বছর তিনি ফ্যামিলি প্লট (১৯৭৬) চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি এবিসি চ্যানেলের সোপ অপেরা সিটকম সোপ (১৯৭৭-১৯৮১)-এ জেসিকা টেট চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। তিনি এই ধারাবাহিকে অভিনয় করে ১৯৮০ সালে শ্রেষ্ঠ হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক অভিনেত্রী বিভাগে একটি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং ১৯৭৮-১৯৮১ পর্যন্ত টানা চারবার হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এই সময়ে তিনি টাইম ব্যান্ডিটস (১৯৮১) ও ব্রাজিল (১৯৮৫) চলচ্চিত্রে অভিনয় করেন। ব্রাজিল চলচ্চিত্রে তাকে জনাথন প্রাইসের মায়ের চরিত্রে দেখা যায়। ১৯৮৩ সালে তিনি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের পরিচালনা কর্মশালায় অংশগ্রহণ করেন।

১৯৮৪-১৯৯২ সাল পর্যন্ত তিনি এবিসির সিটকম হুজ দ্য বস? ধারাবাহিকে মোনা রবিনসন চরিত্রে অভিনয় করেন।এই ধারাবাহিকে তার কাজের জন্য তিনি ১৯৮৯ সালে একটি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং ১৯৮৮ ও ১৯৮৯ সালে দুইবার হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

হেলমন্ড ২০১৯ সালের ২৩শে ফেব্রুয়ারি ৮৩ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি আলৎসহাইমারের রোগের জটিলতায় ভুগছিলেন।তার মৃত্যুর খবর এক সপ্তাহ পর পাওয়া যায়।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news