উর্মিলার পার্লার উদ্বোধন করবেন শাকিব খান


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৯/১০/২০২২, ২:৫৯ অপরাহ্ণ / ৮৮
উর্মিলার পার্লার উদ্বোধন করবেন শাকিব খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর বনানীতে একটি বিউটি পার্লার খুলতে যাচ্ছেন। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধায় রাজধানী বনানী ১১ নাম্বার রোডে অবস্থিত ‘গ্লোম্যাক্স’ নামক এই পার্লারটির উদ্বোধন করতে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উর্মিলা নিজেই।

উর্মিলা বলেন,শাকিব ভাই আমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আমাদের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন।

গত এক বছর ধরে উইমেন্স ক্লাব নামে এই বিউটি পার্লার পরিচালনা করছিলেন তিনি। সেটির নাম পরিবর্তন করে নতুন কলেবরে হাজির হচ্ছেন ‘গ্লোম্যাক্স’ নিয়ে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ