শুভ জন্মদিন চিত্রনায়িকা মুনমুন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩ জুলাই, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন চিত্রনায়িকা মুনমুন

মুনমুন হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি প্রায় ৮৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আজ (৩ জুন) জনপ্রিয় এই নায়িকার জন্মদিন।বিশেষ এই দিনটি উপলক্ষে শনিবার মধ্যরাত থেকেই ভক্ত,শুভাকাঙ্ক্ষী, সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন লাস্যময়ী এই নায়িকা।

মুনমুন ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজানে। তিনি উচ্চ-মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন।

মুনমুন ১৯৯৭ সালে বিখ্যাত পরিচালক এহতেশামের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন। তিনি এহতেসামের সহকারী হিসেবে কাজ করতে এসেছিলেন, কিন্তু তিনি তার অভিনয়ের দক্ষতা দেখে নায়িকা হওয়ার প্রস্তাব দেন। এহতেসাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার। কিন্তু চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায়, কর্মজীবনের শুরুতেই থেমে যেতে হয় তাকে। এরপর মুনমুনের নৃত্যপরিচালক মাসুম বাবুলের সাথে সখ্যতা গড়ে উঠলে, তিনি তাকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত শক্তির লড়াই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেন মুনমুন। তার অভিনীত মালেক আফসারী পরিচালিত মৃত্যুর মুখে চলচ্চিত্রটি দারুন ব্যবসা সফল হয়। এছাড়াও তিনি রানী কেন ডাকাত, লঙ্কাকাণ্ড, জানের জান, শত্রু সাবধান, জল্লাদ, রক্তের অধিকার প্রমুখ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি শাকিব খানের বিপরীতে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন।

বর্তমানে মুনমুন অভিনীত কয়েকটি সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি সিনেমার শুটিং বাকি রয়েছে।

মুনমুন অভিনীত উল্লেযোগ্য ছবির মধ্যে রয়েছে, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী ডাকাত’, ‘তাণ্ডবলীলা’, ‘দুই নাগিন’, ‘স্ত্রীর মর্যাদা’, ‘পদ্মার প্রেম’ ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমা।

তাছাড়া সে বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন । ভাল অভিনয়ের জন্য মুনমুন একাধিক এ্যাওয়ার্ড পেয়েছেন ।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news